গ্রাফিক ডিজাইন জব

কেউ ডিজাইন করে শখের বসে, কেউ বা ডিজাইন করে ইনকামের জন্য। কিন্তু ডিজাইন টা অনেক সময় অনেকের কাছে নেশা এবং পেশা হয়ে যায়। তাই অনেকে এটাকে প্রফেশনাল হিসেবে নিয়ে ইনকাম করে।
আপনার যদি ডিজাইন করা টা যদি প্রফেশনাল হয়ে থাকে। আপনার মাঝে যদি সততা এবং প্রফেশনালিজম থাকে তাহলে আপনাকে খুজছে Pixetek
আপনি অনেক কাজ পারেন কিন্তু আপনার মাঝে সততা নেই, প্রফেশনালিজম এর কমতি আছে তাহলে আপনি নিজেকে আরো আপগ্রেড করুন।

📌 কি কি কাজ জানা লাগবে?

ফটোশপ এবং ইলাস্ট্রেটর
 

📌 আমাদের কী ধরনের কাজ দরকার?

সোস্যাল মিডিয়া পোস্ট, লোগো, ব্যানার ইত্যাদি

📌 আমরা কেমন চাই?

🍀 কাজের প্রতি ডেডিকেশন থাকা
🍀 কাজ শিখার প্রতি আগ্রহ থাকা
🍀 আমাদের ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করে দেওয়া
🍀 সময় মতো কাজ করে দেওয়া
🍀 সর্বাবস্থায় সততার পরিচয় দেওয়া
🍀 প্রফেশনালিজম মেইনটেইন করা

 আপনি যদি কন্টেন্ট রাইটার হন তাহলে নিচের লিংকে ক্লিক করুন

📌 আমাদের সাথে কাজ করলে কী সুবিধা?

🍀 দেশি বিদেশি বিভিন্ন বায়ারের সরাসরি কাজ করতে পারবেন
🍀 ডিজাইনে নানা ধরনের সমস্যা সমাধান হবে
🍀 নতুন নতুন আইডিয়া আলোকে কাজ করার সুযোগ থাকবে
🍀 মাঝে মাঝে আমরা লাইভে কাজ দেখিয়ে দেওয়া হবে
🍀অনলাইন/অফলাইন এ কাজ করতে পারবেন

📌 কি কি কাজ করা লাগবে?

ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন।

📌 স্পেশাল সুবিধা(নতুনদের জন্য) :

কেউ যদি টুলসগুলো ভাল ভাবে শিখছেন কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন না। সে ক্ষেত্রে যদি আপনার মাঝে প্রফেশনালিজম এবং সততা থাকে তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে।
তবে আপনাকে ৩-৬ মাস প্রচুর পরিশ্রম করা লাগবে।

📌 স্যালারি:

৮০০০-১৫০০০ টাকা (যারা অভিজ্ঞ, তাদের জন্য)
নতুন হলে ৩-৬ মাস কাজ করার পরে আলোচনা সাপেক্ষে স্যালারি ধরা হবে ইনশাআল্লাহ।

📌 পোর্টফোলিও:

আপনার কাজের পোর্টফোলিও আমাদের ইনবক্সে পাঠান।

📌 হেড লাইন:

আপনি যখন মেইলে সিভি পাঠাবেন তখন এই হেডলাইন দিবেন “গ্রাফিক ডিজাইনার”
আমাদের মেইলে আপনার সিভি পাঠান[email protected]

যোগাযোগ:

মেইল: [email protected]

ইনবক্স করুন: https://www.m.me/pixetek

আমাদের গ্রুপে জয়েন করুন : Pixetek Community

ওয়েবসাইট: www.pixetek.com

Pin It on Pinterest

Share This