গ্রাফিক ডিজাইনার মেন্টর

”শিক্ষা জাতির মেরুদন্ড”
একটি জাতিকে শিক্ষিত বা  স্কিলড করে গড়ে তুলতে হলে একজন শিক্ষকের ‍গুরুত্ব অপরিসিম। একজন টিচার ই পারে একটি জনপদকে দক্ষ ও কর্মঠ করে গড়ে তুলতে। Pixetek এই কাজটি দীর্ঘদিন যাবত করে আসছে।
আপনি যদি মনে করেন আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সমাজের কিছু মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন, তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের টিমে। আপনার যেমন ডিজাইনে দক্ষ হতে হবে এবং একজন স্টুডেন্টকে মোটিভেট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

📌 কি কি কাজ জানা লাগবে?

ফটোশপ ও ইলাস্ট্রেটর
 

📌 আমরা কেমন চাই?

🍀 কাজ শিখানোর প্রতি ডেডিকেশন থাকা
🍀 কাজ শিখার প্রতি আগ্রহ থাকা
🍀 আমাদের ইন্সট্রাকশন অনুযায়ী টিচিং দেওয়া
🍀 সময় মতো ক্লাস নেওয়া
🍀 সর্বাবস্থায় সততার পরিচয় দেওয়া
🍀 প্রফেশনালিজম মেইনটেইন করা

 আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে নিচের লিংকে ক্লিক করুন

📌 আমাদের সাথে কাজ করলে কী সুবিধা?

🍀 দেশি বিদেশি বিভিন্ন বায়ারের সরাসরি কাজ করতে পারবেন
🍀 ডিজাইনে নানা ধরনের সমস্যা সমাধান হবে
🍀 শিক্ষকতার মাধ্যমে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা  বাড়বে
🍀 মাঝে মাঝে পেইজে লাইভ করতে হবে
🍀 অনলাইন এ কাজ ক্লাস নিতে পারবেন

📌 স্যালারি:

আলোচনা সাপেক্ষে স্যালারি ধরা হবে ইনশাআল্লাহ।

📌 পোর্টফোলিও:

আপনার কাজের পোর্টফোলিও এবং শিক্ষকতার অভিজ্ঞতা আমাদের  মেইলে পাঠান।

📌 হেড লাইন:

আপনি যখন মেইলে সিভি পাঠাবেন তখন এই হেডলাইন দিবেন “গ্রাফিক ডিজাইন মেন্টর”
আমাদের মেইলে আপনার সিভি পাঠান[email protected]

যোগাযোগ:

মেইল: [email protected]

ইনবক্স করুন: https://www.m.me/pixetek

আমাদের গ্রুপে জয়েন করুন : Pixetek Community

ওয়েবসাইট: www.pixetek.com

Pin It on Pinterest

Share This