কন্টেন্ট রাইটার আবশ্যক(বাংলা)

ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা কার না ভাল লাগে! আমাদের সমাজে এমন অনেক ক্রিয়েটিভ মানুষ রয়েছে, যারা লিখতে পড়তে ভালবাসে। যাদের লেখা পড়ে মানুষের মনে আবেগ অনুভূতি তৈরি হয়। মনের ক্যানভাসে একটা কল্পনার জগত তৈরি হয়।
নিজেকে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে এগিয়ে নিতে চায়। ছন্দময়ী ভাব ফুটে উঠে তার লেখায়। এমন মানুষকে খুজছে Pixetek
আপনি যদি নিজেকে তাই মনে করেন অথবা আপনার লেখার প্রতি অত্যন্ত আগ্রহ থাকে তাহলে আপনি আমাদের টিমে যুক্ত হতে পারেন।

📌বিশেষ লক্ষণীয়:

🍀সঠিক এবং শুদ্ধ বাংলা বানান এর প্রতি খেয়াল রাখ।
🍀লেখা আকর্ষণীয় করে তোলা।
🍀সৃজনশীলতা প্রকাশ পাবে লেখায়।
🍀গবেষণামূলক লেখার দক্ষতা থাকতে হবে।
🍀দ্রুত লেখার সক্ষমতা থাকতে হবে।
🍀কাজের ক্ষেত্রে আনুগত্য এবং নমনীয়তা বজায় রাখার মন মানসিকতা রাখতে হবে।
🍀কাজ এবং চিন্তায় প্রফেশনালিজমের সমন্বয় থাকা।
🍀কাজের ধারাবাহিকতা বজায় থাকা।
🍀প্রচুর পড়া এবং লেখার প্রতি আগ্রহ থাকতে হবে।

 আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে নিচের লিংকে ক্লিক করুন

📌কাজের ধরন:

🍀বাংলায় লিখতে হবে।
🍀গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং টেক রিলেটেড লেখা লিখতে হবে।

📌জবের ধরন:

অনলাইন বা অফলাইনে জব করতে পারবেন।

📌বেতন:

আলোচনা সাপেক্ষে

📌নমুনা লেখা:

আপনার একটা নমুনা লেখা আমাদের মেইলে পাঠান।

📌 জবের হেড লাইন:

আপনি যখন মেইলে সিভি পাঠাবেন তখন এই হেডলাইন দিবেন “কন্টেন্ট রাইটার(বাংলা)”
আমাদের মেইলে আপনার সিভি পাঠান[email protected]

যোগাযোগ:

মেইল: [email protected]

ইনবক্স করুন: https://www.m.me/pixetek

আমাদের গ্রুপে জয়েন করুন : Pixetek Community

ওয়েবসাইট: www.pixetek.com

Pin It on Pinterest

Share This